চ্যানেল ১১ ডেস্ক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ারভিটা গ্ৰামে আজ ( ৮ এপ্রিল) মঙ্গলবার সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বোরহান উদ্দীনের সঞ্চালনায় সচেতনতামূলক উঠান বৈঠকটি পরিচালিত হয়। গ্ৰামীণ জনপদের নারীদের সচেতন করতে বৈঠকে রক্তদানে সচেতনতা,থ্যালাসেমিয়ার কুফল, গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের পূর্বেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখার বার্তা, রক্তের অভাবে গর্ভবতী মা এবং সন্তানের মৃত্যু প্রতিরোধে সচেতনতা, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ কে না বলে” স্লোগানের মাধ্যমে ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেওয়া এবং করানোর বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হন উপস্থিত সকলেই। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের দায়িত্বশীল রাজিবুল ইসলাম রিপন, শিহাব, শাকিল আহমেদ, ওমর ফারুক, ভলান্টিয়ার নিপা, নুপুর, লিমন সহ আরো অনেকেই।
ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠক কার্যক্রম নিয়ে বোরহান উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের সচেতন করতে উঠান বৈঠকের মাধ্যমে আমরা সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছি। আমরা চাই সচেতনতার বার্তার মাধ্যমে মানুষ সচেতন হোক এবং সচেতন হয়ে ব্যক্তি জীবনে কাজে লাগান।