মোঃ মাইদুল ইসলাম, গাইবান্ধা
"প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) গাইবান্ধায় উদ্বোধন হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী।
গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-০২ আসনের মাননীয় এমপি শাহ সারোয়ার কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহ্ফুজার রহমান।
উপজেলার এলডিডিপি প্রকল্পের সুবিধাভোগীদের পালনকৃত প্রাণী দিয়ে প্রতিটা স্টল সজ্জিত করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢলে মুখরিত থাকে প্রতিটি স্টল। সেই সাথে খামারীদের কাছে সাধারণ মানুষ পশুপালনের বিভিন্ন উপকারী পরামর্শ গ্রহণ করেন।
প্রদর্শনী দেখতে আসা মন্টু মিয়া জানান, এই প্রদর্শনী দেখে আমরা পশু পালনে উদ্বুদ্ধ হচ্ছি। সেই সাথে প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাদের তালিকাভুক্ত খামারিদের কাছে তাদের সফলতার গল্প শুনে মনে হচ্ছে আজ থেকেই পশুপালন শুরু করি। তবে এই প্রদর্শনীর সার্থকতাই স্মার্ট বাংলাদেশ এর চিত্র।
সদর উপজেলার বাদিয়াখালী থেকে এলডিডিপি প্রকল্পের সদস্য ইকবাল হোসেন স্বপন বলেন, এই প্রদর্শনীতে এসে ভালো লাগতেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন পশুর রোগের বিভিন্ন টিকা এবং প্রয়োজনীয় ঔষধের চাহিদা বাড়তি পেলে খামারীরা আরও একধাপ এগিয়ে যাবে।
উদ্বোধন কালে স্বাগত বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত।