মোঃ রাশেদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরের মেলান্দহে ডিপো ও পরিবেশক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী,আলোচনা সভা,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলা ডিপো ও পরিবেশক ব্যবসায়ী সংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি আঃ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিসমত পাশা, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাবেয়া বেগম,পুলিশ পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ পৌর আ'লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, মেলান্দহ উপজেলা ডিপো ও পরিবেশক এবং ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা আশুতোষ সাহা,মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ, সংগঠনের সিনিয়র সহ - সভাপতি আক্তারুজ্জামান প্রমূখ।
আলোচনা সভা শেষে ডিপো ও পরিবেশকদের মাঝে ক্রেষ্ট প্রদান,র্যাফেল ড্র,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পূনর্মিলনীর সমাপ্তি ঘটে।