আশীর্বাদ রহমান, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান। তার নির্বাচনী প্রতীক আনারস।
রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন "আমি সব সময় রাজারহাটবাসীর সঙ্গে আছি। জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে আমি জড়িত এবং রাজারহাট উপজেলার তরুণ ও ছাত্র সমাজের সঙ্গে আমার গভীর সুসম্পর্ক আছে। বলতে গেলে রাজারহাটবাসী এবং তরুণদের অনুরোধেই এ নির্বাচনে অংশ নিয়েছি। শুরু থেকেই আমি জনগণের সঙ্গে আছি। সাধারণ জনগণের চাওয়ার কারণেই এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচিত হলে রাজারহাটকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। উপজেলার জনগণ ও তরুণদের অনুরোধেই চেয়ারম্যান পদে নির্বাচনে এসেছি। আমি ভাবিনি যে উপজেলার মুরুব্বিরা আমাকে এভাবে বুকে টেনে নেবেন, এমন ভালোবাসা পাবো কখনোই ভাবিনি। অপরদিকে নতুন প্রজন্মের ভোটাররা আমাকে ভোট দেবে বলে আশা করি"
এদিকে সব বয়সের ভোটারদের কাছেই আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের জনপ্রিয়তা লক্ষণীয়।
উপজেলায় মোট সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় শুরু থেকেই ব্যাপক গণসংযোগ করছেন আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের কর্মী-সমর্থকরা। সবচেয়ে বেশি সাড়া পড়েছে যুবসমাজের মধ্যে। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আনারস প্রতীকে চেয়ারম্যান পদের প্রার্থী অন্য প্রার্থীদের তুলনায় ব্যাপক জনপ্রিয়। কারণ হিসেবে সাধারণ ভোটাররা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে জড়িত। তাই উপজেলার সব এলাকায় দল-মত-নির্বিশেষে সবার সঙ্গেই চমৎকার সম্পর্ক তার।
কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ভোটার জানান,আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছে কেউ গেলে খালি হাতে ফেরে না। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাকে আস্থার মানুষ হিসেবে চেনে। এ কারণে দল-মত নির্বিশেষে তাকে ভোট দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আশা করি, বেশির ভাগ ভোট তিনিই পাবেন।
রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ নিলুফা আকতার বলেন, রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়রাম্যান পদে, চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে আমরা সব প্রস্তুতি নিয়েছি।