মোঃ এনামুল চৌধুরী, ফরিদপুর
ফরিদপুরের মধুখালীতে গতকাল ফেরদৌস মোল্লা নামে (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহত ফেরদৌস মোল্লা উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাখাওয়াত মোল্লার ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ১:৩০ মিনিটের দিকে কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আজ সকাল দশটার দিকে ফেরদৌস মোল্লার লাশ মধুমতি গড়াই নদী থেকে উদ্ধার করেন।
ফেরদৌস মোল্যা (১৭) চলতি বছরে এসএসসি পাশ করেন। সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যায়।