মোঃ এনামুল চৌধুরী, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারীতে গত ৫ জুন চতুর্থ ধাপ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। এতে অংশ নেন চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী।
এর মধ্যে জামানত হারান ৭জন প্রর্থী নির্বাচনের বিধি অনুযায়ী কোন প্রার্থী যদি নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পায় তবে জামানত বাজেয়াপ্ত হয়।
নির্বাচনের বিধি অনুযায়ী ১৫ শতাংশ ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারায়। বোয়ালমারী উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লিটন মৃধা ও ব্যাবসায়ী মোঃ হিরু মুন্সী।
ভাইস চেয়ারম্যান পদে জামানত হারান দুইজন আসাদুজ্জামান সিকদার ও শফিকুল হক মিয়া। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন কাজী সালমা শাহীন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন জমানত হারায়।
নির্বাচনের বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লক্ষ টাকা জমা দিতে হয়। এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়।