গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি,কেক কাটা,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীগন উপস্থিত হয়ে সকাল ১১:০০ ঘটিকায় দলীয় কার্যালয় হতে বাদ্যযন্ত্রসহ র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর মূরালে পুষ্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ে এসে র্যালি শেষ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামী লীগ শাখার সহ- সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার,বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার সফল সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হাসান মুকুল, সাধারন সম্পাদক এস এম আলমগীর, মোসলেম উদ্দিন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।