উত্তম চাকমা (মহালছড়ি) খাগড়াছড়ি
"এসো ফুলের রাজ্য মহালছড়ি গড়ি" এই স্লোগানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে স্বপ্নবিলাস নার্সারির উদ্দ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি উপজেলার ২৪ মাইল ইসিবি স্কয়ার হতে ১০ হাজার ফল, ফুল ও ঔষধি গাছ লাগানোর কার্যক্রমের ১ম পর্যায়ের শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মিজবাহ উদ্দিন (পিএসসি)।
স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ ও স্বপ্নবিলাস নার্সারির স্বত্বাধিকারী খালেদ মাসুদ সাগর বলেন, পরিবেশ রক্ষা এবং মহালছড়ি উপজেলার সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে স্বপ্নবিলাস নার্সারির উদ্যোগে তিন ধাপে মহালছড়িতে ১০ হাজার গাছ ফল, ফুল ও ঔষধি গাছ লাগানোর হবে। প্রথম ধাপে সদর ইউনিয়নের মেইন সড়কের আশপাশের খালি জায়গাতে গাছ লাগাবো, পরবর্তীতে প্রতিটি ইউনিয়ন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনায় ও খালি জায়গায় রোপণ করা হবে।
আমি চাই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের মত আমার প্রিয় মাতৃভূমি মহালছড়িকে ফুলে,ফলে সাজিয়ে রাখতে যেন পুরো মহালছড়ি উপজেলাটি বাংলাদেশের মধ্যে একটি ফ্লাওয়ার ভিলেজ হিসেবে পরিচিতি পায়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বার্বিক সহযোগিতা করেন মহালছড়ি জোন এবং বিডি ক্লিন মহালছড়ি ইউনিট, রেড ক্রিসেন্টে সোসাইটি,বিদ্যালয়ের স্কাউট টিম,স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ,স্বপ্নবিলাস ফার্টিলাইজার সহ কয়েকটি সামাজিক সেচ্ছাসেবী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান।