মোঃ এনামুল চৌধুরী, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র হোসাইন মিয়া (২২) এবং একই উপজেলার ধরারচর গ্রামের নুরুল ইসলামের পুত্র রাজু শেখ (২২) সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।
২জুলাই মঙ্গলবার সকাল ৬:১৫ টার দিকে বোয়ালমারী উপজেলার বাইকের গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী মালঞ্চ নামের লোকাল বাস ও সহস্রাইল গামী পালসার ১৫০ সি সি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়। মোটরসাইকেল আরোহী ২জন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে।
বোয়ালমারী থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘাতক বাস, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহতদের দুটি মোবাইল ও একটি মানিব্যাগ পাওয়া যানয এবং মানিব্যাগ একটি ছবি রয়েছে।