মোঃ রানা, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
লক্ষীছড়ি ১নং ইউনিয়ন পরিষদ এর সামনের রাস্তার বেহাল দশা,এই রাস্তার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার লোকজন।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার মাঝখানে এক বিশাল ফাটলে পড়ে গেছে রাস্তা, আর তাতে করে বড় কোন গাড়ি চলাচল করতে পড়ছে বিড়ম্বনায় । আর এই অবস্থায় গাড়ি চলাচল করলে,যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে স্থানীয় বাসিন্দারা। তার সাথে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়ন পরিষদ এর সাধারণ মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
এ বিষয়ে, উপজেলা প্রশাসন জানান যে,খুব দ্রুত ব্যবাস্থা নেওয়া হবে।যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকার সুধীমহল।