উত্তম চাকমা, মহালছড়ি,খাগড়াছড়ি
পরিবেশ রক্ষায় এবং খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলার সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে স্বপ্নবিলাস নার্সারির উদ্যোগে তৃতীয় ধাপে মহালছড়িতে ১০ হাজার গাছ ফল,ফুল, ঔষধি গাছ বৃক্ষ রোপণ কর্মসূচিতে আজ ১৩ জুলাই শনিবার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের করল্যা ছড়ি গ্রামে মিলনপুর বনবিহারের রাস্তার দুপাশে রোপন করা হয়েছে।
এগত্তর যুব স্পোর্টিং ক্লাবের সহ- সভাপতি তুহিন চাকমা বলেন জলবায়ু পরিবর্তন ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচিতে স্বপ্নবিলাস নার্সারির উদ্যোগে তৃতীয় ধাপে আমরা এগত্তর যুব স্পোর্টিং ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করতে পেরে নার্সারি মালিককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
ইউপি সদস্য যুদ্ধ রঞ্জন চাকমা বলেন এগত্তর যুব স্পোর্টিং ক্লাবটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভের পর থেকে যুবকদের খেলাধুলা, মেয়েদের সেলাই প্রশিক্ষণসহ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং স্বপ্নবিলাস নাসার্রি উদ্যোগটি আমার খুব ভালো লাগছে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের মত আমার প্রিয় মাতৃভূমি মহালছড়ি উপজেলা ও মুবাছড়ি ইউনিয়নে ও ফুলে,ফল সাজিয়ে রাখতে যেন পুরো মহালছড়ি উপজেলাটি বাংলাদেশের মধ্যে একটি ফ্লাওয়ার ভিলেজ হিসেবে পরিচিত হতে পারি।
খালেদ মাসুদ সাগর বলেন – উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা সেচ্ছাসেবী হিসেবে যুক্ত থেকে পরিবেশ এবং প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসবেন পরবর্তীতে তাদের প্রকৃতি রক্ষায় অবদান রাখার জন্য বিশেষ সম্মানসূচক পুরস্কারে ভূষিত করা হবে জানান আামরা প্রথম ধাপে সদর ইউনিয়নের মেইন সড়কের আশেপাশের খালি জায়গাতে গাছ লাগিয়েছি, পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনায় ও খালি জায়গাতে রোপন করবো। লাগানো গাছগুলোর পরিচর্যার সার্বক্ষণিক দায়িত্বে থাকবে স্বপ্নবিলাস নার্সারির অভিজ্ঞ নার্সারিম্যান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উদ্ভোধন করেন স্বপ্নবিলাস নার্সারির স্বত্বধিকাারি খালেদ মাসুদ সাগর, ৫নং ওয়াডে ইউপি সদস্য যুদ্ধ রঞ্জন চাকমা ও গ্রাম প্রধান (কার্বারী) সোনাকান্তি চাকমা,মিলনপুর বন বিহারের সহ- সভাপতি বাবু লালন বিহারী চাকমা, বিশিষ্ট মরুব্বী বাবু কমল কৃষ্ণ চাকমা, এতে আরো উপস্থিত ছিলেন এগত্তর যুব স্পোর্টিং ক্লাবের সহ- সভাপতি বাবু তুহিন চাকমা, সাধারণ সম্পাদক বাবু স্বপন বিকাশ চাকমা,অর্থ সম্পাদক অপু চাকমা, সদস্য শিল্প জ্যোতি চাকমা, উইলসন চাকমা সদস্য রবি রতন চাকমা,সদস্য লিটনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।