মোঃ নাজিম উদ্দীন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
কুমিল্লা চৌদ্দগ্রামে প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের উদ্যোগে দুইজনের চিকিৎসা ও এক অসহায় মেয়ের বিয়ের খরচ হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
গত দুইদিন উপজেলার গুণবতী, জগন্নাথ ও ঘোলপাশায় অনুদান বিতরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোঃ শহিদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক ইমাম হোসেন মাসুম, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ও সদস্য সাইফুল ইসলাম সুজন।
এদিকে অসহায় মানুষের মাঝে সঠিকভাবে অনুদান বিতরণ করায় সকলকে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী আমিনুল ইসলাম।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সংগঠন বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অর্থায়নে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, এতিমদের মাঝে পোষাক, অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চলমান রাখতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।