বেলাল হোসেন শান্ত, জামালপুর
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরুর পর মরহুমের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ সাব্বির হোসেন।
দৈনিক যুগান্তরের জামালপুর প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, জেলা জাসদের সভাপতি জুলফিকার মোঃ জাহিদ হাবিব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহবায়ক মুক্তা আহম্মেদ, সিনিয়র সাংবাদিক তৌফিকুল আলম শরীফ, হাজী মোঃ ইউসুফ খান, হালিম দুলাল, আনোয়ার হোসেন মুক্তা, আলী আকবর, দৈনিক পল্লীর আলো'র বার্তা সম্পাদক নাঈম আলমগীর, দেশটিভির সাংবাদিক মেহেদী হাসান, চ্যানেল এস এর সাংবাদিক শামীম হোসেন সহ অনেকেই।