রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে আইবিবিপিএলসির বকশীগঞ্জ শাখায় নতুন শাখা প্রধানের আগমন ও বর্তমান শাখা প্রধানের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
১৫ই জুলাই (সোমবার) বকশীগঞ্জ উপজেলার উত্তর বাজার ইসলামী ব্যাংকের শাখা অফিসের নিজ কার্যালয়ে রাত ৮ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোহাম্মদ শফিকুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আইবিপিএলসি, বকশীগঞ্জ শাখা), বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফখরুজ্জামান মতিন (মেয়র বকশীগঞ্জ পৌরসভা), বিশেষ অতিথি ছিলেন, মোঃ সিদ্দিকুর রহমান (চেয়ারম্যান মেরুরচর ইউনিয়ন পরিষদ), বিদায়ী ও বরণ অনুষ্ঠানে উক্ত শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ স্মৃতিচারণ করে তাদের আবেগ অনুভূতি আলোচনার মাধ্যমে প্রকাশ করেন।
অনুষ্ঠানে মোঃ আনোয়ার হোসাইন ফুয়াদ (এফএভিপি ও শাখা প্রধান) তার বিদায় ও কাজী মোঃ কাইয়ুম আলম (এফএভিপি শাখা প্রধান) যোগদান উপলক্ষে আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা দীর্ঘদিন সহ অবস্থানের কথা ও আবেগঘন মুহূর্তগুলো স্মরণ করে স্মৃতিচারণ মূলক অনেক বক্তব্য প্রদান করেছেন। পরবর্তীতে নতুন শাখা প্রধান কে ফুল ও বিদায়ী শাখা প্রধান কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।