উত্তম চাকমা, মহালছড়ি,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহালছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার মৎস্যচাষী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ইং পর্যন্ত ৭ দিন যাবত সারাদেশের ন্যায় মহালছড়িতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
এ উপলক্ষে ৩০ জুলাই সকাল ১১ টার সময় মহালছড়ি উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা মোঃ আশিকুর রহমান স্থানীয় সাংবাদিক ও মৎস্যচাষীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। এই সময় মৎস্য অফিসের কর্মকর্তা ছাড়াও অত্র দপ্তরের কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ ও উপজেলার মৎস্য চাষের সাথে জড়িত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
৭ দিন যাবত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, গুরত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সহ মৎস্যজীবিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় মৎস্য অফিসের কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহালছড়িতে ৭ দিন যাবত গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।