উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
আজ ০১আগস্ট ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়টি সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী ও অনুদান বিতরণ করেন প্রধান অতিথি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরীফ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
মহালছড়ি উপজেলা প্রাশাসন ও মহালছড়ি নির্বাহী বাসভবন সংলগ্ন সরকারি জমিতে ১১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। এরই মধ্যে স্কুলটি লাভ করে সর্বস্তরের মানুষের ভালোবাসা। তারপর সবার প্রচেষ্টাই দ্রুততার সঙ্গে বাড়ে জনপ্রিয়তা বাড়ে মানুষের খ্যাতি। বর্তমানে ৪২৮ জন শিক্ষার্থী। শিক্ষার্থভ বেড়ে যাওয়ায় পর্যাপ্ত জায়গা না হওয়ার মান সম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে নিয়ে বিদ্যালয়টি নতুন স্থানে স্থানান্তরের প্রয়োজন উপলব্ধি করে বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রিজিয়ন কমান্ডার মহোদয়ের দিকনির্দেশনায় মহালছড়ি জোনে ২৬ মার্চ ২০২৪ বিদ্যালয়টি মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় নামে নব উদ্যোমে যাত্রা শুরু করে।
বীর মুক্তি যোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারী বিদ্যালয়ের জন্য জমিদান করেন। আর সেই জমিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ সর্ব স্তরে মানুষের সহযোগিতাই মহালছড়ি জোন সার্বিক প্রচেষ্টা স্কুলটি বর্তমানে এই অবস্থানে।
এসময আরো উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জোন কমান্ডার, মহালছড়ি জোন, মংসুই প্রু চৌধুরী (অপু)চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদদীন, বাংলাদেশ আওয়ামী লীগের মহালছড়ি উপজেলা সভাপতি ও সদর ইউনিয়নে চেয়ারম্যান রতন কুমার শীল এবং সামরিক- বেসামরিক কর্মকর্তা ও ছাত্র -ছাত্রী অবিভাবক উপস্থিত ছিলেন।
এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।