বেলাল উদ্দিন লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার বিকালে বড়হাতিয়ার সুপরিচিত পাচ কানিয়া মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নৃত্য পরিবেশণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ শামীমা হারুন লুবনা এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, চুনতি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবদিন (জনু কোম্পানি), আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, মোঃ হারুন, সাবেক চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এস.কে শমসুল আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কাসেম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, আনিছুর রহমান, মাষ্টার মোস্তাক আহমেদ, মাষ্টার নাছির আহমদ, মো: ইকবাল, লিটন চৌধুরী, নাজিমুদ্দিন বাচ্চু, খলীল উল্লাহ সোহাগ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লোহাগাড়া ও বড়হাতিয়া ক্রীড়াঙ্গনে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। ইউনিয়নের ৬ নং ওয়ার্ড টিম ও ৮ নং ওয়ার্ড টিমের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা আসে, ট্রাইবেকারে ৮ নং ওয়ার্ড টিমকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৬ নং ওয়ার্ড টিম।