মোঃ নাজিমউদ্দীন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ , চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা লিমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন, মুন্সির হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, বিজয়করা স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল বারেক ভূইয়া ,গুণবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ,আলহাজ্ব নুর মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জহির আহমেদ, চিওড়া সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহ, কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সেলিম, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আমির হোসেন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপির চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, গুণবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, জগন্নাথ দিঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূইয়া, আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।