মোঃ চয়ন ইসলাম, সিরাজগঞ্জ
শাহজাদপুরে খাবার হোটেলে হামলা করে আব্দুল আলীম (৫২) নামের এক ব্যাবসায়ীকে আহত করে নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরের ছেলেদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ই জুলাই) সন্ধ্যায় পৌর শহরের দ্বারিয়াপুর বাজারে পাটারি পট্টিতে অবস্থিত আলিম হোটেলে এই হামলার ঘটনা ঘটে। আব্দুল আলীম দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লার মৃত ওয়াজেদ বিশ্বাসের ছেলে।অভিযুক্তরা শাহজাদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফের ছেলে, বুলবুল, মোমিন, শফিকুল এবং ভাগিনা সাচ্চু শেখ।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলীম অভিযোগ করে বলেন, কাউন্সিলর আব্দুর রউফের ছেলে বুলবুল এলাকায় মাস্তান চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ইতিপূর্বে সে আমার সাথে দুর্ব্যবহার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় তারা আচমকা আমার দোকানে এসে ভাংচুর চালায়। তাদের বাধা দিতে গেলে আমাকে প্যান্টের বেল্ট খুলে উপর্যুপুরি আঘাত করতে থাকে। এসময় তারা আমার ক্যাশ কাউন্টার থেকে হোটেলের বিক্রির টাকা ও সমিতির কালেকশনের টাকা সহ মোট ৮ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী।