মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২৩ আগস্ট রাত ১ টা ৩০ ঘটিকায় উপেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সাকিনস্থ একটি বাড়ীর সামনে মাদারগঞ্জ টু জামালপুরগামী রোড়ের উপর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করা হয়।
জানা গেছে মাদারগঞ্জ মডেল থানার এস আই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সঙ্গে থাকা ১ টি চাপাতি,১ টি ছুরি,৬ টি লোহার রড,৩ টি প্লাস্টিকের পাইপ, ১ টি স্টিলের রেঞ্জ, ৫ টুকরো রশি,২ টি বাটন মোবাইল, ১ টি ব্যাটারিচালিত অটোরিকশা সহ হাতে নাতে আটক করে। শুক্রবার আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন মেলান্দহ উপজেলার সিহাটা এলাকার মোঃ হাবিবুল্লাহ (২৮) ও আলোকদিয়া এলাকার মোঃ হাবিবুল্লাহ প্রকাশ হাবিল(২৮) ও মোঃ চান মিয়া(৩৫)। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জুয়া ও মাদককারবারী, চোর, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।