বেলাল উদ্দিন, লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ার শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক আবু বক্কর অযোগ্য ও নীতিহীন। তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি করে আসছে। আমার উনার পতদ্যাগ দাবী করছি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবু বক্করের সাথে যোগাযোগ করতে চাইলে, মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।