উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর উদ্যোগে ও যুক্তরাজ্যের ইউকেএইড(UKAID), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড (JOA) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর যৌথ আর্থিক সহায়তায় বন্যাদুর্গতদের জন্য স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
২ ও ৩ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্প মহালছড়ি উপজেলায় “আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরী সহায়তা”- এলার্ট বি০৫৭ প্রকল্পের আওতায় পরিচালনা করা হয়। দুই দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে মহালছড়ি সদর, মাইসছড়ি, মুবাছড়ি এবং কায়াঙঘাট ইউনিয়নের ২০০ জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষত শিশু, নারী, প্রবীণ এবং অসুস্থ মানুষদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে দূরবর্তী ও প্রান্তিক এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষত শিশু, নারী, প্রবীণ এবং অসুস্থ মানুষদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে দূরবর্তী ও প্রান্তিক এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। স্বাস্থ্য ক্যাম্পে ডাক্তার রতন কুমার খীসা (এমবিবিএস, DMC) রোগীদের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। স্থানীয় জনগণ এই স্বাস্থ্য ক্যাম্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর মহালছড়ি উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর আয়োজনে উপজেলা কনফারেন্স হল এ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরী সহায়তায় বি০৫৭ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যডভোকেট কক্সী তালুকদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা পিআইও, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা। এই সভায় স্থানীয় নেতৃত্ব, কমিউনিটি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
এছাড়াও একই দিনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর আয়োজনে মহালছড়ি উপজেলায় মহালছড়ি, মাইসছড়ি, মুবাছড়ি, ও কায়াঙঘাট ইউনিয়নের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরী সহায়তায় বি০৫৭ প্রকল্পের অধীনে কমিউনিটি পরামর্শ সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত সংগ্রহ এবং দুর্যোগ ব্যবস্থাপনার করণীয় নির্ধারণে স্থানীয় অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করা হয়।