চ্যানেল ১১ ডেস্ক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এ উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে মেলান্দহ অডিটোরিয়ামে এসে শেষ করে। র্যালীতে শিক্ষার্থীদের মুখে মুখে নানা স্লোগান ধ্বনিত হয়েছে।
‘শহীদি মার্চ’ র্যালীটি প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা সমাবেশ করে এতে বক্তব্য রাখেন, মেলান্দহ সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আহমেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ পনির আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মাশরাফি প্রমুখ।
বক্তব্যে তারা জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো মেলান্দহে সফলভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।
উক্ত মার্চে মেলান্দহ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার তিন-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।