মোঃ মেহেরাজ হোসেন, পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি তে আয়মা রসুলপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের লাশ পড়েছিল ধানের জমিতে।
বৃহস্পতিবার আয়মা রসুলপুর ইউনিয়নের আয়মা গোপীনাথপুর হাজীপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে কৃষক ফাহাদ্দেস হোসেন (৪৫) সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে রসুলপুর বালকাপাড়া মৌজায় ধানের জমিতে ঘাস পরিষ্কার করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।
দুপুরে বাড়ি ফেরত না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর করে কোথাও পেলে
বিকেল ৪টায় একজন কৃষক জমির পাশে ঘাস কাটার সময় মৃতের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে লাশ উদ্ধার করে।
আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও ইউপি সদস্য মুশফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পাচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনিও বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।