মোঃ মেহেরাজ হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি তে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ মাদক সেবনকারী কে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও অর্থদণ্ড দেওয়া হয়।
এরা হলেন, বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০),আটাপুর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৪৪),দিনাজপুর জেলার হাকিমপুর থানার বড় ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সাব্বির ইসলাম(২৭),.ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাবিবুর রহমান (২৭),বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার গ্রামের মৃত সাত্তার হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৮), একই এলাকার মৃত আমজাদ সরদারের ছেলে দুখু মিয়া (২৮),আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আব্দুল্লার ছেলে ইয়াসিন খান (৪০)।
প্রত্যেক কে ৫০ টাকা করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা।