মোঃ রনি, ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বন্যার্তদের সহায়তার জন্য স্বপ্ন সিঁড়ি সংগঠনের উদ্যোগে বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক লেবু , উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত সহ ধনবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সাংবাদিক বৃন্দ।
স্বপ্ন সিঁড়ি সংগঠনের আয়োজনে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন ধনবাড়ী টিম এবং দিগপাইত টিম। স্বপ্ন সিঁড়ি সংগঠনের ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ রোমান তার শুভেচ্ছা বক্তব্যে সমাজের তরুণদের প্রতি খেলাধুলা চর্চার আহ্বান জানান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সকলের সহযোগিতা কামনা করেন। সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত খেলার প্রধান অতিথি অধ্যক্ষ এম আজিজুর রহরমান সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি ছাত্তার কান্দি দাখিল মাদরাসার জরাজীর্ণ অবস্থার জন্য বিগত আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করেন এবং মাদরাসার উন্নয়নের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা করেন ।
প্রাণোবন্ত এই খেলায় প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
দিগপাইত ফুটবরদল টিম ৫ - ৪ গোলে ধনবাড়ি ফুটবল টিমকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।