মোঃ বেলাল উদ্দিন, লোহাগড়া, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ তৌছিফ (১৬) নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ঘোনা পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়েএই ঘটনা ঘটে।
নিহত তৌছিফ উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবুল বশরের নাতী ও হেলাল উদ্দিনের পুত্র।
জানাযায় তৌছিফ উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে ফুটবল খেলার পর সেখানকার একটি পুকুরে গোসল করতে নেমে ডুব দেয়। দীর্ঘক্ষণ ডুব দেয়া থেকে না উঠায় সহপাঠিরা তার খালার বাড়িতে খবর দেয়। পরে মাছ ধরার জাল দিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।