মোঃ বেলাল উদ্দিন, লোহাগড়া, চট্টগ্রাম
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৪ – এ স্কাউট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন বার আউলিয়া ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মিনহাজ।
৯ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছানের কাছ থেকে সেরা রোভার স্কাউটের পুরস্কার গ্রহণ করেন মোঃ মিনহাজ । তিনি বার আউলিয়া ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিল কমিটির সাধারণ সম্পাদক। এ সময় বার আউলিয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট লিডার মোঃ আলমগীর উপস্থিত ছিলেন।
শ্রেষ্ট রোভার স্কাউটে পুরস্কার , প্রাপ্ত মোঃ মিনহাজ তার অনুভূতি ব্যক্ত করে চ্যানেল ১১ নিউজকে জানান , আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি । কলেজের রোভার স্কাউট লিডার স্যার আমাকে সবসময় সাহস দিতেন , অনুপ্রেরণা দিতেন । আমার কাছে এ অর্জন অনেক বড় প্রাপ্তি । কলেজের শিক্ষক – শিক্ষিকা ও সবার কাছে চিরকৃতজ্ঞ । বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার স্যারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।