মোঃ বেলাল উদ্দিন, লোহাগড়া,চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সিরাত মাহফিল ১৫ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সিরাত মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন মাহফিল মতোয়াল্লী কমিটি।কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন চুনতি শাহী জামে মসজিদের খতিব চুনতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার।
বক্তারা বলেন, আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ:) ১৯৭২ সালে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রাসুল (স:) এর শানে এই মাহফিল প্রবর্তন করেন। এবারের মাহফিলের বাজেট ৫ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা, যা ভক্তদের অনুদান থেকে সংগ্রহ করা হবে।
জাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসমাইল মানিক, কাজী আরিফুল ইসলাম, এইচ. এম. মাহবুবুল হক, খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল, সাইফুদ্দিন মু. তারেক, সাদুর রহমান, সৈয়দ উদ্দিন সিদ্দিকী, ছায়দুল হাসান মাসুক, ওয়ালি উল্লাহ ওয়ালিদ ও আব্দুল আজিজ মোঃ শোয়েব।
মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিল সীরাতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।