বেলাল উদ্দিন, লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগড়ায় চালভর্তি একটি ট্রাকের চাপায় মোঃ সোহেল ( ২২ ) নামে এক শ্রমিক নিহত হয়েছে ।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) সকাল সোয়া ১১ টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে । নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং কলাতলি এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে ।
আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান , ঘটনার দিন সকালে সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মিনিট্রাক ইউনিয়ন পরিষদ চত্বরে আসেন । এসময় গাড়িটি পেছনে নেয়ার সময় ওই শ্রমিক গাড়ির পেছনের অংশ এবং পাশ্ববর্তী পিলারের সাথে চাপা পড়েন । তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাদিকুল আলম বলেন , সোহেল হাসপাতালে আনার পূর্বেই মারা যান ।