এনামুল হাসান শাহিন, কিশোরগঞ্জ
শরৎ মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। নীল আকাশের সাদা মেঘের ভেলার সাথে পাল্লা দিয়ে বাতাসে দুলছে কাশফুল।
কিশোরগঞ্জের হোসেনপুরে শরতের স্নিগ্ধতায় বাতাসে উড়ছে কাশফুল, ব্রহ্মপুত্র নদের তীর সেজেছে নতুন সাজে। আর প্রকৃতি-প্রেমীরা ছুটছেন কাশফুলের রাজ্যে। বাংলাদেশের ছয় ঋতুতে শরৎকাল অন্যতম।
শুভ্রতার প্রতীক, ভাদ্র ও আশ্বিন দুই মাস শরৎকাল- এ সময় থাকে না বর্ষার ভারী বর্ষণের বিষন্নতা। শুধু স্নিগ্ধ ও শান্ত। প্রকৃতিতে থাকে নির্মল পরিবেশ।
শরতের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি আটকে যায় কাশফুলের রাজ্যে। আর প্রকৃতির স্নিগ্ধ অন্বেষণকারীরা ছুটে আসেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য।
নদীর তীর, বিল, বালুচর- যেখানেই চোখ যায় সেখানেই দেখা যায় কাশফুলের সাদা রাজত্ব। কেউ ক্যামেরা বন্দী করছে কাশফুলের সৌন্দর্য আবার কেউ প্রিয়জনের সাথে তুলছেন সেলফি। কাশফুল শুধু একটা ফুল নয়, এটি শরতের এক অনন্য সৌন্দর্য।