মোঃ আতাউর রহমান, বাগমারা, রাজশাহী
রাজশাহীর বাগমারায় পারিবারিক বিবাদের জেরে আবুল কালাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় এক মাস অতিবাহিত হলেও আসামি ধরা ছোঁয়ার বাহিরে।
সোমবার (২৩ আগস্ট) হাটগাঙ্গোপাড়া বাজারে অভিযুক্তদের গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হরিপুর গ্রামে গত ৫ আগস্ট রাত নয়’টার দিকে আবুল কালাম ও তার মেয়ে আদরী খাতুনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওই দিন পিতা ও কন্যাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থা বেগতিক হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
১১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম (রা.মেক হাসপাতালে) মারা যান। মামলা, ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর আবুল কালাম হত্যার এক মাস অতিবাহিত হলেও কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। এতে নিহতের স্বজনদের মাঝ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের জামাতা মামলার বাদী জালাল উদ্দীন। এ সময় নিহতের স্ত্রী, ছেলে, মেয়ে, স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবী করা হয় আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা, হত্যা, ধর্ষণ, প্রতারণা মোকদ্দমা রয়েছে। হরিপুর গ্রামের আসকান আলীর ছেলে সেকেন্দার আলী (৪০) , মুনসুর রহমানের ছেলে মামুনুর রশীদ বাবু (৪৮), আবুল কাশেমের ছেলে জেকের আলী (৩৮) সহ অপর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী করা হয় ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, তদন্ত কর্মকর্তাকে আসামি গ্রেপ্তারে এক্ষুনি বলে দিচ্ছি। সংবাদ সম্মেলন থেকে নিহতের স্বজনরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।