রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র অধিকার সংগঠনের নাম ভাঙ্গিয়ে বকশীগঞ্জে চাঁদা দাবি করেছে সংগঠনের জয়েন সেক্রেটারী নামে পরিচয়দানকারী দুইজন।
ছাত্র অধিকার সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করা হচ্ছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এলাকায় । বিষয়টি নিয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগের প্রকাশ, ভুক্তভোগী মোঃ মোরশেদুজ্জামান (৩৮) উল্লেখ করেছেন, তিনি বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। অভিযুক্ত মোঃ জান্নাতুল ফেরদৌস নীরব (২০) ও নুর আলম (৪০) বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদ সংগঠনের পরিচয় দিয়ে আমার মুঠো ফোনে যোগাযোগ করে তাদের সাথে দেখা করতে বলেন।
পরবর্তীতে আমি গত ১৮ ই সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক বিকাল ৪টার সময় তাদের সাথে দেখা করলে তারা উভয়ই আমাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আর বলেন আপনি যদি বাঁচতে চান তাহলে এনএসআইকে ২ লক্ষ টাকা দিতে হবে। সে সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা সমস্যার সমাধান করবে বলে আশ্বাস প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে নিজের জীবন রক্ষার্থে আদালতের দ্বারস্থ হন।