বেলাল উদ্দিন আবির, লোহাগড়া, চট্টগ্রাম
ইয়ুথ এন্ডিং হাঙ্গার চিটাগাং এর উদ্যেগে চট্টগ্রাম সিটির ওয়াসার মোড়, মুন প্লাজায়, আর্টিয়াম ফ্রিক কমিউনিকেশন এএফসির হলে ৩ দিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং সেমিনার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
উক্ত সেমিনারে বক্তব্য রাখেন এবং ট্রেনিং করিয়েছেন আরশি হোড়, সানজিদা রশীদ, রাফি, সাদিব, শুভ্র, তৌহিদ, মাঈশা, রাকিব এবং রুমি প্রমুখ বক্তাগন এবং ট্রেইনারগন।
আরশী হোড় বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একা সফল হতে পারতো না যদি বিএনপি, ছাত্রশিবির ছাত্রদল, এবং রিকশাওয়ালা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ সহযোগিতা না করতো। গণঅভ্যুত্থানের বিজয় শুধু ছাত্রদের বিজয়, গণঅভ্যুত্থানের সকলের বিজয়।
সাদিব বিন ইউসুফ বলেছেন -বিদ্বেষ দৃশ্যমান ও অদৃশ্যমান দু রকমই হতে পারে বিদ্বেষের চুড়ান্ত রুপ বিনাশকারী হয়।
সানজিদা রশিদ বলেছেন-শুভবোধ সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধ হলেই সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং এর স্থায়ীত্ব নিশ্চিত করা সম্ভব।
উক্ত সেমিনারে ৪০ জন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র /ছাত্রী সদস্য উপস্থিত ছিলেন। তারা এই সংগঠন – ইয়থ এন্ডিং হাঙ্গার চিটাগং এর সদস্য বৃন্দ।