আবু হুরায়রা, শ্রীবরদী, শেরপুর
শেরপুর জেলার ৩ টি উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রায় ১৫০ টির মতো গ্রাম পানির নিচে আবদ্ধ। এ পর্যন্ত মারা গেছেন মা ও শিশু সহ সাত জন। পানি বন্ধি থাকাতে পরিবারের এই মানুষগুলো খাদ্যাভাবে কাটাচ্ছেন দিন ও রাত। ঘুমাচ্ছেন ঘরের চালের উপর চৌকি বিছিয়ে। অসহায় এই বন্যার্ত মানুষের পাশে দাড়াতে শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধ নিয়ে ছুটে যান শ্রীবরদী উপজেলা ও শহর ছাত্রদলের নেতৃবৃন্দ।
শেরপুর জেলা ছাত্রদলের নির্দেশনায় ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ত্রান কার্য়ক্রমে উপস্থিত থাকেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রোকন, শ্রীবরদী শহর ছাত্রদলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীবরদী শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হুরায়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, বিল্লাল সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন আল আমিন, হোসাইন, কুয়াশা, জুয়েল, রাব্বি সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রীবরদী উপজেলার রানিশিমূল ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।