সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে উদ্বোধন হলো ব্যারিষ্টার কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট- সিজন ২ মাদারগঞ্জে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা উদ্বোধন করলেন ডিআইজি ড.আশরাফুর রহমান  গোপালপুরে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী গোপালপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন  টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর শফিকুল সভাপতি, শান্ত সাধারণ সম্পাদক জামালপুর জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল বৃদ্ধি বিষয়ে কর্মশালা ও গণ নাটক অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ অন্যান্য মামলায় ৪ জন আটক  শ্রীবরদী ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন কালিয়াকৈর এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস পালন কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত

নেতা কর্মীদের দাবি বিএনপি’র দুঃসময়ে হাল ধরে আনোয়ারায় মাঠে ছিলেন লায়ন হেলাল উদ্দিন

বেলাল উদ্দিন আবির, লোহাগড়া, চট্টগ্রাম
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩০ Time View
ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বেলাল উদ্দিন আবির, লোহাগড়া,চট্টগ্রাম 

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি’র দুঃসময়ে হাল ধরে, নেতা কর্মীদের সুখে দুঃখে সর্বদা পাশে ছিলেন , আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

আনোয়ারা উপজেলা বিএনপি’র একজন প্রবীণ নেতা বলেন ,
১৬ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন । দলের দুঃসময়ে ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিন ।

 

তিনি আরো বলেন , ২০০৬ সালে বিএনপি সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ।এরই মধ্যে অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয় । শেষে ২০০৮ সালে প্রহসনের নির্বাচনে দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে জোর এবং চক্রান্ত করে নির্বাচনে হারিয়ে দেওয়া হয় । অপশক্তির কাছে হেরে যায় দেশের গণতন্ত্র ।

 

খালেদা জিয়া ও তার পরিবারের উপর চালানো হয় নির্মম নির্যাতন । গণতন্ত্রের সূর্য সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কে পাঠানো হয় নির্বাসনে। এবং গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে করা হয় কারাবন্দি । জিয়া পরিবারকে এভাবে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার । কিন্তু ছাত্র জনতা ও সৃষ্টিকর্তার রহমতে এবং জিয়ার সৈনিকদের অবিচল আস্থার কারণে আজ দেশ মুক্ত এবং দেশের গণতন্ত্রমুক্ত।

 

তিনি আরো বলেন , স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও কনিষ্ঠ পুত্র আরফাতুর রহমান কোকো কে ক্ষমতাসীন মইনুদ্দিন ফখরুদ্দিনের নির্মম নির্যাতনের পর চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় । আরাফাত রহমান কোকো সেখানে শহীদ হন । কোকোর লাশ যখন দেশে আনা হলো তখন স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় । ঐদিন স্বৈরাচারী সরকার আরফাত রহমান কোকোর জানাযায় অংশ গ্রহণ করতে দেননি তারেক রহমানকে । এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে ।

লায়ন হেলাল উদ্দিন বলেন , বিগত ১৬ বছরে দেশে কোন সুস্থ নির্বাচন হয়নি । দিনের ভোটের কার্যক্রম শেষ করা হয়েছে ভোটের পূর্বে রাতের আঁধারে । হাজার হাজার বিএনপি নেতাকর্মী কে হত্যা, গুম এবং নির্যাতন করা হয়েছে । বিনা চিকিৎসায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে মারতে চেয়েছে । তারেক রহমান আর খালেদা জিয়া মা ছেলেকে ১৬ টি বছর দেখা করতে দেয়নি । কন্ঠরোধ করা হয়েছে বিএনপি’র উপর নির্যাতন চালিয়ে । প্রতিবাদ করতে গেলে বলতো রাজাকার । হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে উন্নয়নের নামে।

 

জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে । এরপর গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা । ছাত্র জনতার অভ্যুত্থানে মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দের যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি । মাত্র এক মাস সময়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারা মুক্ত হয়েছেন । উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

একের পর এক মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে । বিএনপি নেতাকর্মীরাও রাজনৈতিক মামলা থেকে নিষ্পত্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন । সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটি উৎফুল্ল চাঙ্গাভাব বিরাজ করছে ।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় , ১৬ বছর দলের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছেন । নির্যাতন নিপীড়িত নেতাকর্মীদের পাশে ছিলেন লায়ন হেলাল উদ্দিন । বিএনপির প্রতিটি নেতাকর্মীদের মনে সাহস যুগিয়েছেন দলের নেতাকর্মীদের কে কারা মুক্তির ব্যবস্থাও করেছেন তিনি।

 

তারা আরো বলেন , আনোয়ারা কর্ণফুলী বিএনপি অনেক সিনিয়র নেতা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় নিয়মিত অফিস হাজিরা দিতেন । এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলেন অনেক নেতা । আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করে ব্যবসা-বাণিজ্য ব্যস্ত সময় পার করছেন অনেক নেতা ।তারা বিএনপির পরিচয় পর্যন্ত দেননি । আর এদিকে বিএনপি’র ছেলেরা মিথ্যা মামলা নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছে অথচ ন্যূনতম খবর টাও রাখা প্রয়োজন মনে করেননি । এখন তারা কোন মুখে বিএনপি দাবি করবেন ?

লায়ন হেলাল উদ্দিনের জীবন আদর্শ যেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিকের পরিচয় মিলে । তাই এবার নেতাকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা ।
আনোয়ারার নেতাকর্মীদের আশা দল কোনদিন নিরাশ করবেন না দুঃসময়ের এমন নেতাকে । তাই তারা আশাবাদী , আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হিসেবে দেখবেন লায়ন মোঃ হেলাল উদ্দিন কে । বর্তমান অন্তবর্তী সরকার রাষ্ট্র কাঠামো প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে । পরিবর্তিত পরিস্থিতি বিএনপি’র এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। বিএনপি আশা করেন , আগামী নির্বাচনের নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবেন।

এক প্রশ্নে জবাবে , লায়ন হেলাল উদ্দিন বলেন , আমার কাছে পদের চেয়ে দল বড় । শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন থেকে রাজনীতি করছি। বিএনপি আমার পরিবার । রাষ্ট্রনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে দেশ মাতা বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মানে যতদিন নিতে পারবো না , এতদিন আমি রাজপথে ছাড়বো না এমন প্রতিজ্ঞা করলেন লায়ন হেলাল উদ্দিন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102