মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ অক্টোবর বুধবার দুপুর ১ টায় জামালপুরের মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে দৈনিক কালবেলা পত্রিকার মেলান্দহ প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান, দৈনিক কালবেলা’র জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান, মেলান্দহ রিপোর্টারস ইউনিটির সভাপতি সাংবাদিক শাহজামাল প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। সংবাদে কালবেলা বেশ এগিয়ে । তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মেলান্দহ সাব রেজিস্ট্রার পলাশ মজুমদার, সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ রানা, সাংবাদিক জিল্লুর রহমান রতন, মোত্তাসিম বিল্লাহ,
মেলান্দহ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন, রকিবুল হাসান নয়ন, সাজ্জাদ হোসেন, বাকিরুল ইসলাম সহ অনেকে।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে