জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন বাদল (৬০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২৭ অক্টোবর রবিবার সন্ধায় জামালপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে গত ২৩ অক্টোবর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু'র দায়েরকৃত নাশকতা মামলায় আটক করা হয় মোশাররফ হোসেন বাদল কে। সে ঐ মামলার এজহারভুক্ত ১৪ নম্বর আসামী।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা পরিষদ এর সাবেক সদস্য,১৯৮৬ সালে মাদারগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯১ সালে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৫ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি, ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঘুঘুমারী মির্জা আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ৫ আগষ্ট/২৪ আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান দলীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান সাকু'র দায়েরকৃত নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাদল কে গ্রেফতার করা হয়। সোমবার তাকে জামালপুর কোর্টে পাঠানো হবে।