মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতি পাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে ২ নভেম্বর শনিবার বেলা ১২ টার সময় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবস টি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সময় পতাকা উত্তোলন করেন। পরে একটি শোভাযাত্রা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান, সহ কারী যুব উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ, মেলান্দহ জাগরণ হস্ত শিল্পের সভাপতি মোছাঃ সবনম মোস্তারী, সুচনা হস্ত শিল্পের সভাপতি আনোয়ারা প্রমুখ।