রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানীমূলক মিথ্যা মামলার শিকার হয়েছে বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি মুভি বাংলার এ কে এম নুর আলম নয়ন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রফিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মারুফ হাসান।
গত ২৯ অক্টোবর মঙ্গলবার বকশীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক।
এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের রিক্সাচালক জুয়েল মিয়া ওরফে রজব আলী বকশীগঞ্জ হাসপাতালে মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্বজনদের সঙ্গে আবাসিক চিকিৎসক কর্মকর্তা আসমা লাবনীর বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রজব আলীর স্বজনেরা আসমা লাবনীকে লাঞ্ছিত করে।
২৯ অক্টোবরে আটজনের নাম উল্লেখ করে সাংবাদিক সহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হকের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে, তিনি বলেন, ঘটনার সময় হাসপাতালে লাগানো সিসিটিভি ফুটেজে শনাক্ত করে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে স্থানীয় সাংবাদিকরা দেশের বিভিন্ন অনলাইন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় উক্ত ঘটনার সংবাদ প্রকাশ করেন।
হাসপাতালের এই ঘটনার খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে এটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মত অবস্থা।
এ বিষয়ে, বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, মামলাটির সুষ্ঠু তদন্ত হবে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। মামলাটির তদন্তের প্রক্রিয়ায় রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে জানান, আমরা সবাই প্রশাসনকে এ ব্যাপারে অবগত করেছি আশা করি খুব তাড়াতাড়ি এর একটা সূরাহা হবে পরিস্থিতি পুরোটাই হতাশা জনক এবং বিব্রত।
এ পরিস্থিতিতে বকশীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালিত হচ্ছে, যেকোনো মূল্যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।