ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল উদ্দিন আবির, লোহাগড়া,চট্টগ্রাম
চট্টগ্রাম লোহাগাড়া থানার সন্নিকটে নির্মাণাধীন একটি স্থাপনায় দেশী-বিদেশী অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে কেয়ারটেকার মেহেদী নামের এক যুবককে মারধর ও অপহরণের অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
১২ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় লোহাগাড়া শাহপীর রোডের নির্মাণাধীন ভবনে হামলা ও অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃত ছেলেটি লোহাগড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়ার আবছার উদ্দীনের ছেলে মেহেদী হাসান (২০) । অপহৃত ছেলেটির মা খুরশিদা বেগম গণমাধ্যমকে জানান, আমার ছেলে মেহেদী মিস্ত্রি কাজের পাশাপাশি সেই স্থাপনায় কেয়ারটেকারের চাকরী করত, গত রাতে অতর্কিত হামলা করে অস্ত্র ঠেকিয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায়, এখনো কোন সন্ধান পাইনি, আমার ছেলেকে আমি ফেরত চাই।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী এডভোকেট মুহাম্মদ মুহসিন সিকদার জানান, আমার পৈত্রিক মূরশী জায়গার উপর স্থাপনা করতেছি রাতের আধাঁরে অতর্কিত হামলা করে, কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় এবং আমার স্থাপনা ভাংচুর সহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেবো।