মোঃ মুশফিক হাওলাদার, ভোলা
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় লালমোহন উপজেলার মেঘনা নদীর ৮ নম্বর চর সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ১০ হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য অন্তত অর্ধকোটি টাকা।
অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, তজুমদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল-আমিন, লালমোহন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।