মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে উপজেলার নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন নাদির শাহ।
যোগদানের পরদিন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকালের খবর মাদারগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ সভাপতি দৈনিক বর্তমান কথা মাদারগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা মাদারগঞ্জ প্রতিনিধি আবু রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকার ডাক তারিকুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক সংগ্রাম আঃ আজিজ জামালী, দৈনিক সকালের সময় মাদারগঞ্জ প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিদিন মাদারগঞ্জ প্রতিনিধি রিয়াজুল ইসলাম মুছা, ভোরের বাংলা শাকিল আহমেদ, দৈনিক অপরাধ চিত্র জামালপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।
এরপূর্বে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মাদারগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও নাদির শাহ কে ফুলেল শুভেচছা জানানো হয়। উল্লেখ্য যে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিসিএস ৩৫ তম ব্যাচ। র্যাব এ কর্মরত ছিলেন সাড়ে ৩ বছর, এক্সকিউটিভ ম্যাজিস্টেট এর দায়িত্ব পালন করছেন তিনি, সর্বশেষ ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। প্রথম বারের মত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের স্থলাভিষিক্ত হন ঢাকা জেলার বাসিন্দা নাদির শাহ।
দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ মাদারগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।