বেলাল উদ্দিন আবির, লোহাগড়া, চট্টগ্রাম
ব্যবসার পাশাপাশি মানবতার সেবাই আমার মূল লক্ষ্য, আল-আকসা ফার্মেসীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম তার নতুন প্রতিষ্ঠান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৮ নভেম্বর সন্ধ্যায় ফার্মেসীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সভাপতি মাষ্টার আব্দুস সালাম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ও পিউরিয়া ফুডস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো: কফিল উদ্দীন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহম্মদ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক মনির আহম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিরাবাদ ইউনিয়ন সভাপতি মুজীবুল করিম হেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলেই আল-আকসা ফার্মেসীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।