সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে উদ্বোধন হলো ব্যারিষ্টার কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট- সিজন ২ মাদারগঞ্জে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা উদ্বোধন করলেন ডিআইজি ড.আশরাফুর রহমান  গোপালপুরে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী গোপালপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন  টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর শফিকুল সভাপতি, শান্ত সাধারণ সম্পাদক জামালপুর জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল বৃদ্ধি বিষয়ে কর্মশালা ও গণ নাটক অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ অন্যান্য মামলায় ৪ জন আটক  শ্রীবরদী ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন কালিয়াকৈর এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস পালন কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত

টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর শফিকুল সভাপতি, শান্ত সাধারণ সম্পাদক

বেলাল হোসেন শান্ত, জামালপুর
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ Time View
ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বেলাল হোসেন শান্ত, জামালপুর

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদে এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিষ্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো: আতিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সবসময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুকি নিয়ে সংবাদ পরিবেশন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ ও সরকার তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ট সংবাদ উপস্থপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের সহযোগীতা করার জন্য প্রশাসনসহ সবাইকে বিশেষভাবে সহযোগীতা করার আহবান জানানো হয়। সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

 

এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিষ্ট বেলাল হোসেন শান্তকে সাধারন সম্পাদক করে এগার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি সময় টিভির ক্যামেরা জার্নালিষ্ট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরা জার্নালিষ্ট আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা জার্নালিষ্ট মাশফি আকন্দ, কোষাধ্যক্ষ ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা জার্নালিষ্ট শাওন মোল্লা, দপ্তর সম্পাদক মাছরাঙ্গা টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মাসুম মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির ক্যামেরা জার্নালিষ্ট তৌফিকুল ইসলাম তুর্জ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আরটিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মাসুদ রানা, মাইটিভির ক্যামেরা জার্নালিষ্ট রাজু মোল্লা, একাত্তর টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: লিটন মিয়া বাবু। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য হলেন- নাগরিক টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: রবিউল ইসলাম নিশাত, এসএ টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: সোহেল রানা, এখন টিভির ক্যামেরা জার্নালিষ্ট মাহিম আহম্মেদ, গ্লোবাল টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মজিদ হোসেন, রুপসী বাংলা টিভির ক্যামেরা জার্নালিষ্ট রাসেদুল ইসলাম সম্রাট। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102