মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক নূরুল ইসলাম সহ শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পশ্চিম মোসলেমাবাদ আইগেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। এসময় প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম ও সহকারী শিক্ষিক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পশ্চিম মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি। এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।