মোঃ নাজিমউদ্দীন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরার ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী শুক্রবার সন্ধায় ৫নং ওয়ার্ডে পূর্ব ডেকরা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাঁ মাঠে আয়োজিত কর্মী সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ একরামুল হক হারুন কর্মী সন্মেলনে আগত কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য বলেন, আপনার জামায়াতে ইসলামীর গঠন তন্র অনুযায়ী সমর্থক ফরম পুরন করে জামায়াতে যোগ দিন। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল আদর্শিক ইসলামী দল। জামায়াতে ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য জানুন, জামায়াতে ইসলামীকে বুঝুন।
আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী আলা উদ্দিন মিশাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা সেক্রেটারী জয়নাল আবেদীন পাটোয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের মজলিশ শুরা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আয়ুইব আলী ফরায়জী, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু নাছের, ঢাকা পল্টন থানা ওয়ার্ড সভাপতি মোঃ আলী হোসেন টিপু, সাবেক শিবির উপজেলা সভাপতি জামায়াত নেতা মজিবুল ইসলাম, আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলকরা ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম রাসেল, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ভাতিজা সৈয়দ তাওসিফ হাসান, ৫নং ওয়ার্ড জামায়াত নেতা জামাল উদ্দিন প্রমুখ।