গাইবান্ধায় গ্রুপ থিয়েটার ভিত্তিক নাট্যচর্চার “পদক্ষেপ” এর ৩৭ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোডাউন রোডে পদক্ষেপ এর কার্যালয় হতে শহরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে র্যালীটি। পরে পদক্ষেপের মঞ্চের সামনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
গাইবান্ধার স্বনামধন্য নাট্যদল পদক্ষেপ এর নাটক,গ্রুপ থিয়েটার,আবৃত্তিসহ প্রায় সবনকিছুই দর্শকদের মন কেড়ে নেয়। ১৯৮৬ সালের এই দিনে উদীয়মান তরুনদের নিয়ে পদক্ষেপ এর পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ পথ অতিক্রম করে নাট্যদলটির আজ ৩৭তম বর্ষে পদার্পণ করলো।
এ সময় মিঠু খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পদক্ষেপ এর সাধারণ সম্পাদক আঃ ছালাম,সদস্য রাহাত কবির পলাশ,আলাল আহমেদ,অপু রোমিও,চুনি ইসলাম,কবি সোহেল রানা,শিরিন আক্তার, ফারুকুল ইসলাম,বিশ্বজিৎ কুমারসহ সকল নাট্যকর্মীবৃন্দ।
উল্লেখ্য,নাট্যদলের কর্মীরা সকলের সহযোগীতায় নিজস্ব নাট্য মঞ্চ নির্মাণ করেছে যেটা বাংলাদেশের কোন নাট্য সংগঠনের নেই।