মোঃ মাইনুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আলোচিত ৭নং চরবানী পাকুড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়। রবিবার রাতে বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।
সমালোচিত এই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে।
উল্যেখ গত ২৫ জানুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহিতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগের সত্যতা জানতে সাংবাদিকরা কথা বলতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।
“জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জামালপুর জেলার রাজস্ব বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত অফিসসমূহে বদলি করা হলো”
আগামী ২রা ফেব্রুয়ারি তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে বদলীকৃতরা যোগদান করবেন। অন্যথায় ২ ফেব্রুয়ারি তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।