মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে টিউবওয়েলে চেতনাশক দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৮ জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
শুক্রবার গত রাতে উপজেলার চরপাকেরদহ বরবিলা পাড়া মাহফুজুল হক মমিন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা গেছে চরপাকেরদহ বাংলা বাজারের জননী মেডিকেল হল এর স্বত্তাধিকারী মাহফুজুল হক মমিন তিনি ঔষধের পাশাপাশি বিকাশ ও নগদ এর ব্যবসা করতেন প্রতিদিনের মতই রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাড়ী ফিরে রাতের খাবার খেয়ে পরিবারের ৮ জন সদস্য সবাই ঘুমিয়েছেন। ভোর ৪ টায় তার মা জেগে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঘরের আলমারির দিকে তাকিয়ে দেখে আলমারি খোলা, ডাকচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে উঠে দেখেন ঘরের জানালার গ্রীল ও বাড়ীর প্রধান ফটকের হেজবল কেটে ফেলেছে দুর্বত্তরা।
ঘরের আলমারি থেকে নগদ ৯০ হাজার টাকা, ৩ টি স্বর্ণের চেইন,হাতের রুলি ২ টি, গলার হাড় ১ টি, কানের ঝুমকা ১ জোড়া, টিকলি ১ টি,হাতের আংটি ২ টি স্বর্ণালঙ্কার ( যার আনুমানিক মুল্য ৪ লক্ষ ৫৪ হাজার পাঁচশত টাকা) লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার বাদী মাহফুজুল হক মমিন জানান প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে রাতে খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, আনুমানিক ভোর ৪ টায় মা জেগে উঠে নামাজ পড়ার জন্য। উঠে দেখে আলমারি খোলা,জানালার গ্রীল কাটা দেখে ডাক চিৎকারে আমরা ধীরে ধীরে জেগে উঠি বিষয়টি স্থানীয়দের অবগত করি এবং আইনগত সহায়তা নেই। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।